রাতভর বৃষ্টিতে জলমগ্ন মহানগরীর বিভিন্ন এলাকা। শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন এলাকায় জল জমেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন। তবে বসে নেই কলকাতা পুরসভা। কত দ্রুত জমা জল সরিয়ে দেওয়া যায় সেই কাজে নেমে পড়েছেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীরা। নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তারক সিং নিজেও রাস্তায় নেমেছেন। সকালে চাঁদপাল ঘাটের লক গেট এবং মিলেনিয়াম পার্কের লকগেট পরিদর্শন করেন তিনি। পুরসভার কন্ট্রোল রুমে নিজে উপস্থিত থেকে শহরের জল নিষ্কাশন পরিচালনা করছেন।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টিপাতের পরিমান ১৭৯ মিলিমিটার। বালিগঞ্জে ১৪৮, কালীঘাটে ১৬৮, বেহালা ফ্লাইং ক্লাবে ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টি চলেছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুরে। ১৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। তারপরেই রয়েছে কালীঘাট। সেখানে ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেহালা ফ্লাইং ক্লাবে ১৬৩ মিলিমিটার, বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, উল্টোডাঙায় ৮৪ মিলিমিটার, বেলগাছিয়ায় ৮২ মিলিমিটার, মাণিকতলায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলের তলায় চলে গিয়েছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ। বেহালা, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিটে জল থইথই। কোথাও হাঁটুজল আবার কোথাও গোড়ালি ভেজা জলে ডুবেছে রাস্তা। কলকাতা পুরসভা (KMC) সূত্রে খবর, জোয়ারের জন্য লকগেট বন্ধ। তাই জল নামতে বেশ কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে আরও বৃষ্টি হলে পরিস্থিতির যে অবনতি হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More