রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের বর্ধিত অনুদান আজ থেকে কার্যকর হলো। নবান্নে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর আনুষ্ঠানিক সূচনা করেন। এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পে বছরে ৬ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা দেওয়া হবে। প্রকল্পের আওতায় থাকা যে-সব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি, তাঁরা বছরে দু’বার পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এক একরের কম জমির ক্ষেত্রে ন্যূনতম আর্থিক সহায়তার পরিমাণ দু’হাজার টাকা থেকে বেড়ে হল চার হাজার টাকা। আগের মতোই এই প্রকল্পের আওতায় থাকা কৃষকের মৃত্যুতে পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বর্ধিত অনুদান রাজ্যের প্রায় ৬০ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Auto Amazon Links: No products found.