সম্প্রতি স্টেকহোল্ডার সহ পর্যটনের সঙ্গে যুক্তদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।সেই সিদ্ধান্ত মত শিলিগুড়ির মুন্সি প্রেমচাঁদ কলেজে আজ থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল।পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান,পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা আর্থিক ভাবে মুখ থুবড়ে পড়েছে। এবার ভ্যাকসিনকে আঁকড়ে পর্যটন শিল্পকে বাঁচাতে চাইছেন ব্যবসায়ীরা।কারণ, পর্যটনের দরজা খুললে কিছুটা হলেও রোজগারের হাল ফিরবে বলে মনে করছেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা।
Auto Amazon Links: No products found.