প্রয়াত প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ মিলখা সিংয়ের শেষকৃত্য আজ সন্ধ্যায় চন্ডিগড়ে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।তাঁকে গান স্যালুট দেওয়া হয়। মিলখা সিং এর পুত্র গলফার জীব মিলখা সিং এবং পরিবারের সদস্যরা ছাড়া কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।স্বাধীনতার পরবর্তী সবচেয়ে সফল ও জনপ্রিয় দৌড়বিদ মিলখা সিং এর সম্মানে পাঞ্জাব সরকার রাজ্যে একদিনের ছুটি ঘোষণা করেছে।
Auto Amazon Links: No products found.