গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৪.৬০ মিলিমিটার। তবে সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্তর বাড়লো তিস্তার। সকালে ব্যারেজ থেকে ২৯৭৭ কিউসেক জল ছাড়া হয়েছে।যার জেরে দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করলো সেচ দফতর।আগামী চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়ি সহ তিস্তা ও জলঢাকা নদী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেচ দফতর।
Auto Amazon Links: No products found.