কোভিড এবং কয়লা মজুত না থাকার কারণ দেখিয়ে হুগলীর কুন্তিঘাট কেশোরাম রেয়ন কারখানা আজ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। সকালের শিফটে কাজ করতে এসে শ্রমিকরা কারাখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এরফলে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় তিন’হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। গত দু’মাস ধরে শ্রমিকদের মাইনে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁদের মধ্যে কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই তাঁরা গেটের সামনে জড়ো হন। মগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে গেছে।

Auto Amazon Links: No products found.