পুরুলিয়ার পাড়া থানা অন্তর্গত ঝাপড়া স্কুলের অদূরে বরাকর ৫ নং রাজ্য সড়কের ওপর দুটি লরির সংঘর্ষ-এ এক চালকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুরুলিয়া থেকে বরাকর মুখী দাঁড়িয়ে থাকা লরির পিছনে অপর দিক থেকে দ্রুতগতিতে আসা লরিটি ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাড়া থানার পুলিশ। আহত লরি চালক কে উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Auto Amazon Links: No products found.