কলকাতার পোস্তা ব্রিজ ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু


বুধবার,২৩/০৬/২০২১
1376

কলকাতার পোস্তা ব্রিজ ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাইটস এর তত্ত্বাবধানে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জিরো লেভেল ভাইব্রেশন অর্থাৎ ন্যূনতম ভাইব্রেশন ছাড়া এই বৃজটি ভাঙার কাজ চলছে তা পর্যবেক্ষণ করলেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সহ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক বৃন্দ। পাশাপাশি এই পদ্ধতির মাধ্যমে পোস্তা ব্রিজ ভাঙার ক্ষেত্রে দুইপাশের বাসিন্দাদের সেফটি বা নিরাপত্তা বিষয়টিকে সুনিশ্চিত করার লক্ষ্যে- এ দিন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের নিয়ে পোস্তা ব্রিজ ভাঙার কাজ পর্যবেক্ষণ করলেন – ফিরহাদ সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার, রাইটসের ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিক গন। আগামী 45 দিনের মধ্যে প্রথম পেজে ভাঙার কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই এই কাজে সহযোগিতার জন্য পোস্তা ব্রিজের দুইপাশের বাসিন্দাদের কাছে আবেদন রেখেছেন ফিরহাদ। রাইটস এর তত্ত্বাবধানে যে পদ্ধতিতে পোস্তা ব্রিজ ভাঙার কাজ চলছে তাতে খুশি সকলেই। এই কাজের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট রাজ্যের মুখ্যসচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন বলেও এদিন জানান ফিরহাদ। এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যেভাবে পোস্তা ব্রিজ ভাঙার কাজ চলছে তা সরেজমিনে দেখার জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন এলাকার বিধায়ক বিবেক গুপ্তা। ফিরহাদ এর নেতৃত্বে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও কলকাতা পুলিশ কমিশনার এর উপস্থিতিতে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক দে এদিনের প্রস্তাব রিচ পর্যবেক্ষণ কে সাধুবাদ জানান তিনি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট