গার্ডেনরিচ পাম্পিং স্টেশন এ উচ্চ পর্যায়ের বৈঠক


বুধবার,২৩/০৬/২০২১
662

বেহালা ও মহেশতলা এলাকার জল যন্ত্রণার মূল কারণ, রেলের অসহযোগিতা ও সিপিআইএম এর পার্টি অফিসের অবস্ট্রাকশন। এই অঞ্চল থেকে বের হওয়া ছোট ক্যানেলটি কে সঙ্গে মনিকালি খালের সঙ্গে যুক্ত করে দিলে যুক্ত করে দিলে খুব সহজেই এই অংশের জল দ্রুত বেরিয়ে যেতে পারবে। সেই লক্ষ্যেই এদিন গার্ডেনরিচ পাম্পিং স্টেশন এ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন, কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তারক সিং সহ পুরসভার শীর্ষ আধিকারিক গন। রেলের সঙ্গে কথা বলে দ্রুত ছোট খালের ওপর রেলের স্ন্যাপ গুলি আপাতত সরিয়ে নেওয়ার মাধ্যমে সংস্কারের কাজ করা হবে। অন্যদিকে সিপিআইএমের পার্টি অফিসটি কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টিতেও সমাধান সূত্র মিলেছে বলে এ দিন জানান ফিরহাদ।

বিষয়টিকে দ্রুত কার্যকর করতে মহেশতলা পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক দুলাল দাস কে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে।কসবা ভ্যাকসিন কান্ড সম্পূর্ণ বেআইনি। এটা অন্যায়, কারণ বেআইনিভাবে কি ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার ব্যাচ নাম্বার কি এর সমস্ত কিছুর রেকট ঠিকঠাক পাওয়া যাবে না। পাশাপাশি একজন ব্যক্তি আধিকারিক সে যে ধরনের বেআইনি কাজ করেছে এটা অপরাধ। প্রায়শই দেখা যায় কেউ সিবিআই বা আইএএস আইপিএস আধিকারিক সেজে নানান কাজ করে চলেছে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে পুরো কমিশনার বিনোদ কুমার ও এলাকার কাউন্সিলর ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে এফআইআর করেছেন। পুরসভার পক্ষ থেকে পুলিশকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার আবেদন করা হয়েছে। পুলিশকে বলা হয়েছে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার ক্ষেত্রে যদি কলকাতা পুরসভার সাহায্য প্রয়োজন হয় তবে পুরসভার পক্ষ থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে,,, বলেও এ দিন জানান ফিরহাদ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট