বেহালা থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ করে কালা দিবস পালন করল


শুক্রবার,২৫/০৬/২০২১
644

1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা গ্রহণ করেছিল, তা 21 মাস ধরে চলেছিল। তারপর থেকে এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করা হয়। তাই আজ বিজেপির পক্ষ থেকে বেহালা থানার সামনে বিক্ষোভ করে কালা দিবস পালন করা হলো। পশ্চিমবঙ্গেও জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দিকে দিকে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। ভোটের পরে অনেক বিজেপি কর্মী ঘরছাড়া। এছাড়া ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হচ্ছে। কসবা ভ্যাকসিন কাণ্ডেও পৌরসভার কর্মী থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা ও জড়িত আছে। এই সমস্ত বিষয় নিয়েই বিজেপি আজ বেহালা থানার সামনে কালা দিবস পালন করে বিক্ষোভ কর্মসূচি পালন করল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট