ড্রাগ আসক্তদের মূলস্রোতে ফিরিয়ে আনার আবেদন জানালেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন প্রতিবছর ড্রাগে আসক্ত হয়ে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। বহু পরিবার শেষ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তাঁর আবেদন, যারা ড্রাগে আসক্ত হচ্ছে তারা বা তার পরিবার যোগাযোগ করুন কলকাতা পুলিশের সঙ্গে যাতে তাদেরকে মূলস্রোতে ফিরিয়ে আনা যায়। কলকাতার পুলিশ কমিশনার বার্তা মাদকমুক্ত শহর গড়ে তুলতে সকলে এগিয়ে আসুন।
Auto Amazon Links: No products found.