কবিতা : দাঁড়ায় লাইনে জনতা


রবিবার,২৭/০৬/২০২১
3627

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

বুকে বেকারিত্বের যন্ত্রণা লয়ে
অন্ধকুসংস্কারচ্ছন্ন শিক্ষাহীন
কর্মহীন ধাবিত সর্বহারার পথে।
গৃহিনীকে অবজ্ঞা অবহেলা করে
দেশের নেতা মজেছে বেশ খুশিতে।
ফকির সেজে উড়াই
কোটি কোটি টাকা।
পয়সার প্রয়োজনে
দাঁড়ায় লাইনে জনতা।
বহু মুল‍্যবান বাণী
ভেসে উঠে দূরদর্শনে
বুড়ো বয়সে প্রেমে মজিল নেতা।
পয়সা যে বড়ো বালাই
খাদ্য সংগ্রহে রেশন দোকানে
দাঁড়ায় লাইনে জনতা।
উলঙ্গ হলেও প্রতিবাদহীন
বাহবা কুড়োয় ভন্ড নেতা।
স্বজন হারানো বুকে ব্যথা
লয়ে শশ্মানে
দাঁড়ায় লাইনে জনতা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট