জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর উদ্বোধন হল বৃহস্পতিবার। জ্যোতি বসুর জন্মদিনে নিউটাউনে এই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ শীর্ষ নেতৃত্ব। প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, পলিটব্যুরো সদস্য মোঃ সেলিম সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। বিমান বসু বলেন, নিউটাউন এলাকা জ্যোতি বসুর নামে নামকরণ করা হয়েছিল বামফ্রন্ট সরকারের শেষের দিকে। সেই প্রস্তাব নেওয়া হয়েছিল। বোর্ডও লাগানো হয়। কিন্তু নতুন সরকার আসার পর সেই বোর্ড ভেঙে ফেলে।
Auto Amazon Links: No products found.