রাজ্য পুলিশের তদন্ত আস্থা রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভ্যাকসিন জালিয়াতি নিয়ে করা জনস্বার্থ মামলায় রাজ্যের স্পেশাল তদন্তকারি সংস্থা SIT তদন্তেই আস্থা রাখলেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ও বিচাপতি অনিরুদ্ধ রায়। এই মুহূর্তে কসবা ভ্যাকসিন জালিয়াতি কাণ্ডের মুল চক্রি দেবঞ্জন দেব জেল হেফাজতে রয়েছে বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।তিনি জানান এস আই টি, পুলিস এবং ,অ্যান্টি চিটিং টিম তদন্ত চালাচ্ছে ।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনই সিবিআই নয়
শনিবার,১০/০৭/২০২১
625