স্থগিতাদেশ উঠে গেল এসএসসির। নিয়োগ করতে পারবে এসএসসি। ২০১৬ সালের লিস্টে এখন নিয়োগ তাই পাঁচ বছরের ছাড় দিতে হবে বয়সের ক্ষেত্রে। যারা মামলা করেছেন তাদের আলাদা করে ডেকে কাউন্সেলিং করে অভিযোগ শুনতে হবে এসএসসিকে। ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্যে অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা এই চাকুরীর দিকে তাকিয়ে রয়েছেন। তাদের মধ্যে অনেকেরই চাকুরীর বয়সসীমা অতিক্রান্ত হয়েছে ৫ বছর। তাই এই ছাড় দিতেই হবে। জানিয়েছে আদালত।
Auto Amazon Links: No products found.