রাজ্যের পাওনা গন্ডা দিচ্ছে না কেন্দ্র: পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়


শনিবার,১০/০৭/২০২১
639

রাজ্য সরকার মানুষের পাশে। মানুষের সার্বিক বিকাশ সংগঠিত করতে বদ্ধপরিক তাঁরা। জানালেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, আমাদের সরকারকে নিষ্ঠার সাথে সাহসিকতা নিয়ে পঞ্চায়েতের কাজ করতে হয়। পঞ্চায়েত বিরাট কর্মকাণ্ড আছে। পঞ্চায়েত, জেলা পরিষদের জেলায় জেলায় এটাই সেখানকার প্রশাসক। পঞ্চায়েত ও জেলা পরিষদের মাধ্যমেই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের অন্ন সংস্থান ও রোজগার জড়িয়ে রয়েছে। পঞ্চায়েত উন্নত হলেই রাজ্যের অগ্রগতি হবে। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের যে টাকা পঞ্চায়েতের উন্নয়নে জন্য দেওয়ার কথা সেই টাকা সময় মতো দেয় না। নদী বাঁধ নির্মাণ করা ক্ষেরে বাঁধার মুখে পড়তে হয় রাজ্য সরকার কে। বহু ক্ষেত্রেই কেন্দ্রের অসযগিতা কারনে।

শেষ বৃষ্টিতে বেশ কয়েকটি বাঁধ ভাঙা পড়ে, মূখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সাথে সাথে পুরো দমে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। বাঁধ নির্মাণের কোন গাফিলতি মেনে নেওয়া হবে না করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ ২১অর্থ বর্ষে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী কাউকেই রেয়াত করেন না পঞ্চায়েতের কাজে দলীয় হস্তক্ষেপ। আমরা আশা করবো পঞ্চায়েত দফতর গ্রাম বাংলার মানুষের জন্য সরবত ভাবে অর্থ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। দল মত নির্বিশেষে সকলের পঞ্চায়েতের কাজে হাত হাত দিয়েই সহগোগিতকরবেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট