কোভিড বিধি মেনে কলকাতার ইস্কনের রথযাত্রা


মঙ্গলবার,১৩/০৭/২০২১
1375

কোভিড বিধি মেনে কলকাতার ইস্কনের রথযাত্রা অনুষ্ঠিত হল। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রথযাত্রার সূচনায় অংশ নেননি কোভিড পরিস্থিতির জন্য। তবে ভোগ ও নৈবেদ্য পাঠান তিনি। মুখ্যমন্ত্রী লকডাউন বিধিনিষেধের কারণে আসবেন না বলে আগেই জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর অর্পণীয় ভোগ ও নৈবেদ্য নিয়ে আসেন রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। মুখ্যমন্ত্রীর পক্ষে আরতি করা হয়। দুপুর ১২:৩০ মিনিটে পাহণ্ডী বিজয়। বিগ্রহরা তাদের রথে (মোটরযান) আরোহণ করেন। জগন্নাথ এবার প্রায় ১৫ টি গাড়ি সহ করে মোটরযান এ ভ্রমণ করছেন। কোনও মিছিল হয় নি এবং তাঁর গন্তব্যে যাত্রা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। বিগ্রহদের ইসকন মন্দির থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে গুরুসদয় রোডে অন্য একটি ইসকন মন্তির চত্বরে নিয়ে যাওয়া হয়। বিগ্রহরা ইসকন হাউসে, ২২ গুরুসদায় রাস্তা, কলকাতা -১৯ এ অবস্থান করবেন। যেখানে তাঁরা উল্ট রথ যাত্রা অবধি থাকবেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট