মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে আজ শুক্রবার প্রথম শুনানি হল বিধানসভায়। মাত্র ৩ মিনিটেয় শেষ হয়ে যায় প্রথম দিনের শুনানি। শুভেন্দু অধিকারীর সঙ্গে শুনানিতে ছিলেন আরও দুই বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও সুদীপ মুখার্জী। দুপুর ২টার সময়ে স্পিকারের ঘরে যান তারা। তিন মিনিটের মাথাতেই বেরিয়ে আসেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত অধিবেশন ছাড়া কোনও বৈঠক বা সৌজন্য সাক্ষাৎকার হয় নি স্পিকার ও বিরোধী দলনেতার। আজকের শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হলেও মুকুল রায়কে অবশ্য আসতে বলা হয়নি। শুভেন্দু অধিকারী শুনানি শেষে জানান, আরো বেশ কিছু তথ্য চেয়েছেন স্পিকার। পাশাপাশি বেশকিছু সইসুবাদি করার আছে। পরবর্তী শুনানির তারিখ ৩০ জুলাই। একদিকে শুনানি চললেও অন্যদিকে আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি পরিষদীয় দল। শুভেন্দু অধিকারী এদিন জানান, দল বিরোধী আইন কার্যকর করার আবেদন নিয়ে তারা আদালতে যাবেন। সেই সঙ্গে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন করবেন। খুব দ্রুত আদালতে যাওয়া হবে বলে দিন ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু।
Auto Amazon Links: No products found.