প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে বাড়ি ভেঙে প্রায় ১৫ জনের মৃত্যু


সোমবার,১৯/০৭/২০২১
465

প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে দু’টি বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এখনও বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচ আটকে রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।গতকাল গভীর রাতে মুম্বইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় দু’টি বাড়ি ভেঙে পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুম্বই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির নীচ থেকে ১১ জনের দেহ পাওয়া গিয়েছে। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।জেনে রাখা দরকার গত শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। ইতিমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা জলের তলায়। পাঁচ দিন আরোও মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট