ভ্যাকসিন নিতে হলে আর লাইনে দাঁড়াতে হবে না টোকেন পরিষেবা চালু করলো কলকাতা পৌরসভা। সোমবার থেকেই কার্যকারী হতে চলেছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে বললেন প্রশাসক মন্ডলের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। করোনার ভ্যাকসিনের টিকা কোভ্যাকসিন কেন্দ্রীয় সরকার না পাঠানোর জন্য আপতত বন্ধ থাকছে। যদি আজ রাতে আসে তাহলে আগামী সোমবার থেকে কো ভ্যাকসিন দেওয়া হবে। নীল বাতি সুযোগ নিয়ে রাজ্য কিছু অসাধু ব্যক্তিরা নিজেদের অধিপত্য চালিয়ে যাচ্ছে। এই বার থেকে শুধু মাত্র ইমারজেন্সি ক্ষেত্রে নীল বাতি ব্যবহার করা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি মহুয়া দাশের মন্তব্য নিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, কখনোই মেধার জন্য ধর্মকে টানা উচিত নয়। তা সংবিধান বিরোধী। আমি কখনোই সমর্থন করি না। মেধার ভিত্তিতে কেউ প্রথম হতেই পারে। তবে সেখানে ধর্ম টা না উচিত নয়।
Auto Amazon Links: No products found.