দেশ থেকে বিজেপিকে হটাতে তৃণমূলের হাত ধরতেও প্রস্তুত বামফ্রন্ট,পাশাপাশি পেগাসাশ কান্ড নিয়ে মুখ খুলে বলেন অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কমিটি গঠন করে তদন্ত করে রিপোর্ট প্রকাশ্যে আনুক। ফোনে আড়িপাতা এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না রবিবার তমলুকের নিমতৌড়িতে কমরেড নির্মল জানা স্মরণ সভায় উপস্থিত হয়ে একথা জানান রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।।
Auto Amazon Links: No products found.