কলকাতা নার্সেস ইউনিটের পক্ষ থেকে SSKM হসপিটালে অবস্থান-বিক্ষোভ। তাদের মূল দাবি সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের অবিলম্বে স্থায়ী পদে নিয়োগ করতে হবে। সেইসঙ্গে নার্স নিগ্রহ ও বেতন বৈষম্য দূর করতে হবে। দীর্ঘ টালবাহানা সত্বেও তাদের দাবি পূরণ করা হচ্ছে না কেন কর্তৃপক্ষ কে জবাব দিতে হবে। তাদের যেসব দাবি আছে সেগুলো অনেকদিন ধরেই তোলা হচ্ছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সেই জন্যই আজকের এই অবস্থান বিক্ষোভ। যতক্ষণ পর্যন্ত না মেটে ততক্ষণ তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান।
Auto Amazon Links: No products found.