28 তারিখ উত্তর বঙ্গপসাগরে নিম্নচাপ তৈরী হবে। এর ফলে দক্ষিণ বঙ্গে সবজায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 27 তারিখ উপকূল এর জেলাতে বিক্ষিপ্ত ভারি বৃষ্টি হবে। 28 ই 29তারিখ উপকূল এর জেলা তে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে। 30 তারিখ পশ্চিম এর জেলা গুলোতে ভারি বৃষ্টি হবে, যেহেতু বঙ্গপসাগরে নিম্নচাপ থাকবে তাই মৎস জীবিদের 28 তারিখ থেকে সমুদ্রে যাওয়া নিষেধ ও যারা সমুদ্রে গেছে তাঁদের 28 এর মধ্যে ফেরার নির্দেশ। এই 28 থেকে 29 নদীর জ্বলস্তর বৃদ্ধি পাবে। কলকাতা তে 28 ও 29 ভারি বৃষ্টি হবে এই নিম্নচাপ এর ফলে।
28 তারিখ উত্তর বঙ্গপসাগরে নিম্নচাপ !
সোমবার,২৬/০৭/২০২১
886

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: