উত্তীর্ণ শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের দাবিতে আন্দোলন


বৃহস্পতিবার,২৯/০৭/২০২১
647

ডি এল এড প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘোষণা করেছেন। তবে দেখা গিয়েছে যে নোটিফিকেশন করা হয়েছে রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। সেখানে ডি এল এড শিক্ষক-শিক্ষিকাদের কোন ভাবেই নিয়োগ পত্রে উল্লেখ করা হয়নি। স্বাভাবিকভাবেই প্রাথমিক টেট উত্তীর্ণের বঞ্চিত করা হয়েছে। এদিন ডি এল এড ঐক্য মঞ্চের তরফে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। এদিন শিক্ষকেরা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কে নিয়োগের দাবিতে চিঠি দেওয়া হলে এখনো পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি। রাজ্যে প্রায় 16 হাজার 500 বেশি শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। অবিলম্বে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, তাদেরকেও নিয়োগ করতে হবে যদি তা না করা হয় আগামীদিনে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট