বৃষ্টির মধ্যে আলিপুর পুলিশ কোর্টের ভেতরে ঘটে গেলো দুর্ঘটনা


বৃহস্পতিবার,২৯/০৭/২০২১
2636

বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হল দুজন আইনজীবী। ঘটনাটি ঘটেছে দুপুর দুটো 45 নাগাদ। বৃষ্টিতে যখন জলমগ্ন আলিপুর আদালত সেই সময় দুজন আইনজীবী আলিপুর পুলিশ কোর্টের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার ধারে সেড এর পাইপ এ হাত দেওয়াতে বিদ্যুৎ পিষ্ট হয়। তাই দেখে আশেপাশের আইনজীবী ও লোকেরা বেরিয়ে এসে তাঁদের হাতে লাঠি দিয়ে মেরে বিদ্যুত থেকে বিচ্ছিন্ন করে। আহত অবস্থায় দুজন কে CMRI হাসপাতাল এ নিয়ে যাওয়া হয়েছে। জমা জলের জন্য বিদ্যুৎ সংযোগ হয়ে এই দুর্ঘটনা. দুজনের নাম সুপ্রতীম বারিক ও আরদীপ মুখার্জি।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট