ডিসেম্বর থেকেই মেট্রো ছুটবে শিয়ালদা থেকে


রবিবার,০১/০৮/২০২১
7992

ডিসেম্বরের শেষেই শিয়ালদহ থেকে ছুটতে শুরু করবে মেট্রো। যানজট গিরি নির্ঝঞ্ঝাটে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। এমনই আশার বাণী শোনালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি। শনিবার শিয়ালদা থেকে ফুল বাগানের মধ্যে হয়ে গেল ট্রায়াল রান। আগামী ডিসেম্বর মাস থেকেই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভের দিকে ছুটে যাবে মেট্রো। প্রস্তুতি চূড়ান্ত। শনিবার থেকে ফুলবাগান শিয়ালদার মধ্যে শুরু হয়ে গেল ট্রায়াল’ রান। শিয়ালদা মেট্রো হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যাস্ততম মেট্রো স্টেশন।২০২৫ সালে পুরোদমে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেলে শিয়ালদা দিয়ে প্রতিদিন ৪৫ হাজার যাত্রী যাতায়াত করবেন বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি বলেন, দ্রুত গতিতে কাজ চলছে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে বাড়বে যাত্রী সংখ্যাও।

শিয়ালদহ মেট্রো স্টেশন মোট দুটি স্তর রয়েছে স্টেশনে। উপরের স্তরে টিকিট কাউন্টার সহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। আর নিচের স্তরে যাত্রীরা মেট্রোতে উঠবেন। মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে। মাটি থেকে ১৬.৫ মিটার নিচে বসানো হয়েছে মেট্রোর ট্র্যাক। শিয়ালদা মেট্রো স্টেশনে দু’দিক দিয়েই মেট্রোতে ওঠা নামা করা যাবে। তার জন্য দু’দিকেই বসানো হয়েছে সেফটি ডোর। প্লাটফর্মে ট্রেন ঢুকলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় দু’দিকের সেফটি ডোর একসঙ্গে খুলে যাবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট