ত্রিপুরাতে রাজনীতির হাওয়া গরম হয়ে উঠেছে। আজ রাজ্যে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড-ইন-কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে পুনরায় ত্রিপুরাতে আসলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। আজ সকালের বিমানে করে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এদিন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজ্য সফরে আসছেন। রাজ্যে এসে সোজা সড়ক পথ ধরে চলে যাবেন গোমতী ত্রিপুরা জেলা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে মাতাবাড়িতে পুজো দিয়েই রওনা হবেন আগরতলাতে, সেখানে বেসরকারি হোটেল পোলো টাওয়ারে গিয়ে দলের রাজ্য নেতাদের সাথে বৈঠক করবেন। ত্রিপুরাতে খেলা শুরু হয়ে গিয়েছে বলে এদিন তিনি বলেন।
Auto Amazon Links: No products found.