তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধ্যোপাধ্যায় গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো সেরে এসে আগরতলায় একটি বেসরকারি হোটেলে দলের সমস্ত নেতা নেত্রীদের নিয়ে এক গুরুত্বপূর্ন সাংবাদিক সম্মেলনে করেন।এদিন তিনি বলেন যে,ত্রিপুরাতে তিনি আবার ১৫ দিন পরে আসবেন এবং এসে তিনি তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করবেন। আজকে আগস্ট মাসের ২ তারিখ। এই বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে তিন হাজার তিনশ চব্বিশ বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে বলে জানান তিনি।অভিষেক আরও বলেন যে, বিপ্লব দেবের ক্ষমতা থাকলে তিনি আটকে দেখাক। এদিন অভিষেক বন্দোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপিকে কটাক্ষ করলেন।
Auto Amazon Links: No products found.