বৃষ্টির মধ্যেই ত্রান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


বুধবার,০৪/০৮/২০২১
4139

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, রাজ্যের তিন জেলার বন্যা পরিস্থিতিকে কার্যত ‘ম্যান মেড’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি প্রধানমন্ত্রীকে বলেন, DVC জল ধারার রক্ষণাবেক্ষণ হয় না বলে এই পরিস্থিতি। ডিভিসির তিনটি জলধারায় পলি পরিষ্কার হয়না বলে জল ধারণের ক্ষমতা কমেছে। জল ধরে রাখার ক্ষমতা থাকলে অতিরিক্ত জল ছাড়তে হত না। মমতার আরও অভিযোগ, ডিভিসি ৫৪ হাজার কিউসেক জল ছাড়ার কথা জানিয়ে ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে। যার জেরেই প্লাবিত বিস্তীর্ন এলাকা।
খারাপ আবহাওয়া জেরে এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সফর বাতিল হয়। বন্যা কবলিত এলাকা দেখতে নবান্ন থেকে সড়ক পথেই রওনা দেন তিনি।বুধবার প্রথমে তিনি হাওড়ার আমতায় পৌঁছান। সেখানে বৃষ্টির মধ্যেই ত্রান শিবির ঘুরে দেখেন। প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। এলাকা পরিদর্শন শেষে নবান্নে ফিরে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে একটি বিস্তারিত রিপোর্ট পাঠাবেন মুখ্যমন্ত্রী।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট