আমতায় বন্যা পরিস্থিতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


বুধবার,০৪/০৮/২০২১
4212

বৃষ্টির মধ্যেই মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়লেন দুর্গত মানুষদের অবস্থা দেখতে ও বন্যা পরিস্থিতি দেখতে। কয়েকজন মুখ্যমন্ত্রীর মাথায় ছাতা ধরলেন নিরাপত্তারক্ষীরা। বৃষ্টির মাঝেই মুখ্যমন্ত্রী হেঁটে চললেন জল পর্যন্ত। নেমে পড়লেন জলেও। মুখ্যমন্ত্রী আসছেন শুনে ততক্ষনে গোটা সেতু আশপাশের রাস্তা কার্যত লোকে লোকারণ্য। মুখ্যমন্ত্রীর আসার খবরে ততক্ষনে সেখানে পৌঁছে যান রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র বিধায়ক পুলক রায়, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের কৃষি ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ রমেশ পাল প্রমূখ। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এটা ম্যানমেড বন্যা। দু-তিন বছর এটা হয়নি। নতুন একটা লোককে ডিভিসি নিয়োগ করেছে। সে আমাদের কথা শুনছে না। বিস্তর জল ছাড়ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। মুখ্যমন্ত্রী আরো বলেন, আরও জল বাড়বে। মানুষের সমস্যা যাতে বেশি না বাড়ে পুলক, সুকান্ত তোমরা দেখে নিও। মুখ্যমন্ত্রী আরো বলেন, ডিভিসি যতক্ষণ না সংস্কার করা হচ্ছে ততক্ষণ কারো সাধ্য নেই বন্যা আটকাবার। ডিভিসিকে এখনো বলবো তা সংস্কারের ব্যবস্থা করুক। আরামবাগ খানাকুল গোঘাট ঘাটাল দাসপুর উদয়নারায়নপুর আমতা প্রতিবছর প্রায় প্লাবিত হচ্ছে। বাড়ি ঘর থেকে শুরু করে কৃষি কাজ নষ্ট হচ্ছে। এই অবস্থায় আমি কেন্দ্রীয় সরকারেরকে বলব ডিভিসির সংস্কার করা উচিত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট