রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার কারণেই এই ‘ম্যান মেড’ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পাঞ্চেত, মাইথন, তেনুঘাট এই তিন জলাধার থেকেই জল ছাড়া হয়েছে। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই প্রচুর পরিমান জল ছাড়া হয় বলে অভিযোগ। এ দিন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ তুলেছেন মমতা। DVC জলাধারের পলি পরিষ্কার করে না বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। পলি পরিষ্কার করলে DVC-র তিনটি জলাধারে অতিরিক্ত দুই লাখ কিউসেক জল ধরত। ফলত অতিরিক্ত জল ছাড়তে হত না। এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
