ওভারলোডিং গাড়ি ধরতে গিয়ে আহত হন এক পুলিশকর্মী, হাসপাতাল দেখতে ফিরহাদ হাকিম

ইতিমধ্যে কলকাতার রাস্তায় ওভারলোডিং গাড়ির সংখ্যা অনেকটাই বেড়েছে। কলকাতা পুরসভা থেকে যথেষ্ট তৎপরতা অবলম্বন করা হয়েছে। এরই মধ্যে গত পরশুদিন শহর কলকাতায় ওভারলোডিং গাড়ি ধরতে গিয়ে আহত হন এক পুলিশকর্মী ।এদিন সেই পুলিশ কর্মীকে মেডিকা হাসপাতাল দেখতে আসেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন এই ঘটনা অনভিপ্রেত। ইতিমধ্যে ওই গাড়িটিকে আটক করা হয়েছে। তবে গাড়ির ড্রাইভার এখনো পর্যন্ত পলাতক। ওই পুলিশ কর্মী তার আগের অবস্থা এখন অনেকটা ভালো তবে পা এবং বুকের চোট গুরুতর বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি জানিয়েছেন একজন পুলিশ কর্মী যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তার জন্য গর্বিত তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন শহর কলকাতায় কো ভ্যাকসিন একপ্রকার দেওয়া চলছে না বললেই চলে। তিনি জানিয়েছেন সে ব্যাপারে কেন্দ্র থেকে কো ভ্যাকসিন পাঠানো হল এই সমস্ত স্তরের মানুষকে তা দেওয়া হবে। কোভিশিলড এই মুহূর্তে শহর কলকাতায় বন্ধ রয়েছে। কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন পাঠালে সমস্ত জায়গার মানুষকে দেওয়া যাবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত বাস 50 শতাংশের বেশি মানুষ নিয়ে যাতায়াত করছে মানুষ এই সমস্ত ঘটনার প্রতিবাদ করুন মানুষ । দরকার পরলে সেই বাসের টিকিট নিয়ে সামনাসামনি থানায় এফআইআর করুন। পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল যে অধ্যাপিকা এই বিষয়ে আওয়াজ তুলেছিলেন সেই বিষয়টি নিয়ে আলোকপাত করেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ওভারলোডিং যথাসম্ভব তাড়াতাড়ি বন্ধ করতে হবে। তিনি এই বিভাগে নতুন এসেছেন। আস্তে আস্তে সব কিছু জানছেন। আগামী ছয় মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটবে এবং অনেক কিছুই হবে বলেও তিনি জানিয়েছেন।

Advertisement
admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 day ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 day ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 day ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 day ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 day ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: