ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে। বিজেপির ভয় থেকেই তৃণমূলের জয় শুরু হয়ে গিয়েছে। মন্তব্য করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসই এই মন্ত্রী বলেন, আইন কি শুধু তৃণমূলের জন্যই। কোভিড বিধি কি শুধু তৃণমূলের জন্য প্রযোজ্য? যখন বিজেপি এত মানুষ সেখানে জমায়েত করল তাদের বেলায় কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, প্রশ্ন ফিরহাদের। ফিরহাদ হাকিম বলেন ত্রিপুরায় বিজেপি ভয় পেয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে চলেছে। 2023 শে ত্রিপুরায় পরিবর্তন হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং 2024 সালে ভারতের মোদি সরকারের পতন হবে মন্তব্য করেন ফিরহাদ হাকিম। সিপিএম অনেক কেস দিয়েছিল পরিবর্তন আটকাতে পেরেছিল? বিপ্লব দেব যাচ্ছে ত্রিপুরার মাটিতে লেখা হয়ে গেছে।
Auto Amazon Links: No products found.