রাজ্যে ৭ বিধানসভা আসনে ভোট হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে। এরমধ্যে জঙ্গিপুরে ও সামসেরগঞ্জ আসনে নির্বাচন হবে। আর ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা আসনে উপনির্বাচন হবে। এই নিয়ে রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে কথা হয়েছে নির্বাচন কমিশনের। এছাড়াও কথা হয়েছে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও। সূত্রের খবর, জানা গেছে সেপ্টেম্বরের শেষের দিকেই এই ৭ আসনে ভোট হওয়ার সম্ভাবনা জোড়ালো হয়েছে। ৫ নভেম্বরের মধ্যে যেকোন আসন থেকে জিতে আসতে হবে মমতা ব্যানার্জিকে। রাজ্যের উপনির্বাচন দ্রুত করানোর আবেদন নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
Auto Amazon Links: No products found.