তৃণমূল কংগ্রেসের পাঁচ কর্মীকে পাঁচ দিনের জেল কাস্টডি


বৃহস্পতিবার,১২/০৮/২০২১
491

বিক্রম কর্মকার, ত্রিপুরা: তৃণমূল কংগ্রেসের পাঁচ কর্মীকে পাঁচ দিনের পাঁচ দিনের জেল কাস্টডিতে পাঠালো ধলাই জেলা আদালত।পাঁচ কর্মীর অপরাধ হিসেবে পাঁচটি ধারা সহযোগে মামলা গ্রহন করল আমবাসা থানার পুলিশ।প্রকাশ যে,৭ আগষ্ট শনিবার পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুদীপ রাহা,জয়া দত্ত,এবং দেবাংশু ভট্টাচার্য আগরতলা থেকে ধর্মনগর উদ্দেশ্যে যাবার সময় আমবাসাতে বর্তমান শাসক দল বিজেপির নেতা কর্মীদের সাথে বচসায় জড়িয়ে যায়।আমবাসা বাজার সংলগ্ন বনদপ্তর লাগোয়া জাতীয় সড়কের উপর দীর্ঘ চার ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তৃণমূল এবং বিজেপি দলের নেতা কর্মীরা।দীর্ঘ সময় উভয় দিক থেকে ইট পাটকেল ছোড়া হয় একে অপরের দিকে।ঘটনার পর আমবাসা থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাকর্মীরা খোয়াই চলে গেলে তাদের গ্রেপ্তার করা হয়।আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাদের জামিনে ছড়িয়ে নেওয়া হয়।কিন্তু আমবাসা এলাকায় যুক্ত থাকা ৭ তৃণমূল কর্মীর নামে আমবাসা থানায় মামলা দায়ের করেন বিজেপি দলের পক্ষ থেকে।যার প্রেক্ষিতে পুলিশ ৯ আগস্ট রাতে ৫ তৃণমূল কর্মীকে আটক করে।বাকি ২ কর্মী পলাতক থাকায় তাদের আটক করতে পারেনি পুলিশ।আজ ব্রাত্য বসু, কুনাল ঘোষ, দোলা সেন, অভিষেক ব্যানার্জি, সুবল ভৌমিক, এদের নামে খোয়াই থানায় একটি মামলা নথিভুক্ত হয় ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট