রাজ্য বিধানসভায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বনমহোৎসব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিষদীয় মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়, বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বীরবাহা হাঁসদা, ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায় প্রমুখ। সরকারি এই অনুষ্ঠান বয়কট করে বিজেপি। আর তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এরা বিধানসভায় কেন আসে তা বুঝি না। বিধানসভার একটা ঐতিহ্য আছে। আমাদের মত আলাদা হতে পারে। ওরা জনপ্রতিনিধি। অধ্যক্ষের ডাকা এই বনমহোৎসবে না এসে বিধানসভার ঐতিহ্যকে ওরা অমর্যাদা করল। কার্ডে কোথায় নাম আছে সেটা ছোট ব্যাপার। সম্মান ওই ভাবে আদায় করা যায় না, সম্মান অর্জন করতে হয়। উল্লেখ্য, বিজেপি সূত্রে খবর আমন্ত্রণপত্রে মন্ত্রীদের পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম থাকায় এই অনুষ্ঠান বয়কট করে বিজেপি পরিষদীয় দল।
Auto Amazon Links: No products found.