কোভিশিলড নিয়ে একটু সমস্যা হচ্ছে


শুক্রবার,১৩/০৮/২০২১
600

এই মুহূর্তে কলকাতা পুরসভার কাছে যথেষ্ট পরিমাণ কো ভ্যাকসিন রয়েছে বলে জানালেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অতীন ঘোষ। তিনি জানিয়েছেন কোভিশিলড নিয়ে একটু সমস্যা হচ্ছে। প্রত্যেকদিন যে পরিমাণে কেন্দ্র থেকে ভ্যাকসিন আসছে ঠিক সেই পরিমানই সমবন্টন করে কলকাতা পুরসভার কাছে যা থাকছে তাই সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এবার থেকে প্রত্যেক সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার এই তিন দিন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে এবং মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই তিনদিন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। আগে যেমন দেওয়া হচ্ছিল একদিনেই দুটি ডোজ, তাতে কিছুটা হলেও অসুবিধা হচ্ছিল। এর জন্য এই ব্যবধান করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। পাশাপাশি তিনি জানিয়েছেন শহর কলকাতায় 144 টি ওয়ার্ডের যেখানে যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কোথাও মহিলাদের মধ্যে বৈষম্যের শিকার হচ্ছেন না। যদি কেউ দাবী করে থাকেন তা সম্পূর্ণ ভুল তথ্য বলে তিনি জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট