মুচিপাড়া থানা এলাকায় বিজেপির বিশৃঙ্খলা ঘিরে রাজনৈতিক পারদ চড়ল। এই ঘটনায় পুলিশ বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করেছে। অভিযোগ, বিজেপি নেতার পরিচালনাধীন একটি ক্লাব থেকে মহিলাদের উত্যক্ত করা সহ নানান অসামাজিক কাজ চলছিল কিছুদিন ধরে। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। সেই সময় বিজেপি কর্মীরা মুচিপাড়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমনকি একটি দোকান ভাঙচুর করে বলেও অভিযোগ। সেই সময় পুলিশ ব্যাবস্থা নিতে গেলে উল্টে পুলিশের উপর চড়াও হয়। এই ঘটনায় সজল ঘোষকে গ্রেফতার করতে গেলে বাধার মুখে পড়তে হয় কর্তব্যরত পুলিশকে। বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে ধরে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ। সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে আসা হলে বিজেপি কর্মীরা থানায় ঢুকে গিয়ে পুলিশকে হুমকি পর্যন্ত দেয়। পুলিশের পক্ষ থেকে গোটা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করা হয়।
Auto Amazon Links: No products found.