আজ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের হাত ধরে ৭০ জন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আগরতলা সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন সায়নী ঘোষ বলেন যে, ত্রিপুরাতে যে মুহূর্ত থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা পা রাখতে শুরু করেছেন। তৃণমূলের নেতা নেত্রীদের নানান জায়গায় ভয় দেখানো হচ্ছে বিজেপি দলের পক্ষ থেকে। বিগত দুই ঘন্টা ধরে তাঁরা আগরতলায় একটি বেসরকারী হোটেলে রয়েছে সেই হোটেলের পাওয়ার কার্ড মেইল করে বিজেপি বলেছে তৃণমূল যাতে কোন মিটিং না করতে পারে । সায়নী ঘোষ বলেন যে, যদি বিজেপি ভেবে থাকে এই রকমভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে তাঁরা খুব ভুল ভাবছে। তারা রাজনৈতিক ভাবে যা খুশি তাই করতে পারে কিন্তু বিজেপির বুদ্ধি বলতে কিছু নেই সায়নী ঘোষ বলেন। পশ্চিমবঙ্গে বিজেপি গোহারা হেরেছে, ত্রিপুরাতেও বিজেপি গোহারা হারবে এবং ত্রিপুরাতে তৃণমূল সরকার গঠন করবে বলে সায়নী ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন।
Auto Amazon Links: No products found.