কলকাতা হাইকোর্টের রায়কে ঐতিহাসিক রায় বলে স্বীকৃতি দিলেন দিলীপ ঘোষ


বৃহস্পতিবার,১৯/০৮/২০২১
921

ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট এদিন যে রায় দিয়েছে তাকে ঐতিহাসিক রায় বলে স্বীকৃতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন ভোট পরবর্তী সময়ে যে হিংসা রাজনীতি দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে তার ফলে বিরোধী শিবিরে প্রচুর মানুষ হিংসার শিকার হয়েছেন। মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে। এ যেন তালিবানি শাসন বলেও তিনি উল্লেখ করেছেন। সেই সময় বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। মানব অধিকার কমিশন কাছে অভিযোগ জানানো হয়। সেই সময় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে 900 পাতার একটি রিপোর্ট দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পরে বলা হয় তারা নাকি বিরোধী কাজকর্ম করেছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

কিন্তু তা সত্য ছিল বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানিয়েছেন ভোট-পরবর্তী হিংসার ফলে বিরোধী শিবিরের এবং অনেক সাধারন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। চাষের জমি চলে গেছে। মানুষের অধিকার চলে গিয়েছিল। তার ফলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি ।আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে রায় দেয়া হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ ।তিনি জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি হয়েছিল সে ক্ষয়ক্ষতি মিটিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। তার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে ।সেই সময় অনেকেই অনেক অভিযোগ জানাতে চেয়েছিল। পুলিশ অনেক সময় অভিযোগ নেয়নি বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন সত্য উদ্ঘাটন হবে মামলার জন্য এস আই টি গঠন করা হয়েছে ।সিবিআইয়ের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে ।সত্য উদ্ঘাটন হবে এবং দোষীরা শাস্তি পাক তা তিনি চান ।সর্বোপরি তিনি জানিয়েছেন এ রাজ্যে গণতন্ত্র নেই ।তাই হাইকোর্টের রায় কে তিনি সাদরে অভিনন্দন জানিয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট