এক অজানা পোকার আতঙ্কে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ত্রিপুরার আঠারোমুড়ার উপজাতি মানুষদের। বাঁচার একমাত্র উপায় এখন আগুনের ধোঁয়া। ত্রিপুরার বিজেপি পরিচালিত বিপ্লব দেবের সরকার উপজাতি মানুষদের এই বিপদে পাশে নেই বলে অভিযোগ বাসিন্দাদের। ত্রিপুরার আঠারোমুড়া পাহাড় জুড়ে শুরু হয়েছে এক অজানা পোকার আতঙ্ক। এই পোকার কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন উপজাতি গিরিবাসীরা। বিশেষ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। উপজাতি গিরিবাসিরা ধারনা এগুলো উলানো পোকা । এর থেকে পরিত্রাণ পেতে উপজাতি গিরিবাসীরা অগ্নিসংযোগের মাধ্যমে ধোঁয়া সৃষ্টি করে এই পোকার হাত থেকে রেহাই পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। ত্রিপুরা সরকার কিংবা স্ব-শাসিত জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তর পোকা মাড়তে কোন উদ্যোগই নেয়নি বলে অভিযোগ। এমনকি ব্লিচিং পাউডার স্প্রে পর্যন্ত করা হয় না বলে জানিয়েছেন উপজাতি গিরিবাসীরা।
এমনিতেই গোটা আঠারোমোড়া পাহাড় এলাকা জুড়ে মশার উপদ্রব। তার উপর উলানো পোকার প্রাদুর্ভাব জনজীবনে বিপদ বয়ে এনেছে। উলানো পোকা এতটাই ক্ষুদ্র যে দুর থেকে তা প্রত্যক্ষ করা যায় না বলে জানিয়েছেন ভুক্তভোগিরা।গোটা আঠারোমুড়া পাহাড় জুড়ে প্রচুর উপজাতিদের বসবাস। তাদের আয়-উপার্জনের একমাত্র মাধ্যম জুম চাষ।খেয়ে বেঁচে থাকার তাগিদে তারা আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন স্থানে বসবাস করেন। তাদের সেই স্বাভাবিক জীবনযাত্রায় এই অজানা পোকা বিভীষিকা বয়ে এনেছে।
Auto Amazon Links: No products found.