সরকারটা দেউলিয়া হয়ে গেছে। এই সরকার জনগনের জন্য কাজ করছে না : সুখেন্দুশেখর রায়


মঙ্গলবার,২৪/০৮/২০২১
1140

“কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংস্কার কর্মসূচি ঘোষনা করেছেন। কিন্তু সংসদে কোন আলোচনা হয়নি। কোন সংসদীয় কমিটিতে আলোচনা হয়না। বাজেটে সামান্য উল্লেখ ছিল মাত্র। একটা ব্যাপক তথাকথিত সংস্কারে জনগনের কোন সায় নেই, যেহেতু নির্বাচনী ইস্তেহারে ছিল না। সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারি হাতে চলে যাবে ধাপে ধাপে তা দেশবাসীর সায় নেই। মানুষের সম্পত্তি প্রাইভেটের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। রাস্তা বা জাতীয় সড়ক, রেল দফতরের ৪০০ টি রেল স্টেশন, ১৫০ ট্রেন, বিদ্যুৎ সাব স্টেশন, গ্যাস অথরিটি ইন্ডিয়ার পাইপ লাইন, ওয়েল পাইপ লাইন, বিএসএনএল টাওয়ার, ফাইবার লাইন, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ, বিমান বন্দর, বন্দর, স্টেডিয়াম চলে যাচ্ছে বেসরকারি হাতে। ৬ লক্ষ কোটি টাকা আগামী ৪ বছরে আদায় করতে চাইছে মোদি সরকার। চার বছরও হাতে নেই এই সরকারের। কয়লা দফতরের ১৬০ টা প্রজেক্ট বেসরকারি হাতে যাবে। ২৫ টা এয়ারপোর্ট বেসরকারি হাতে যাবে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

২৫-৩০ বছরের জন্য লিজ দেওয়ার কথা বলা হয়েছে। জনগনের সম্পদ, প্রাকৃতিক সম্পদ চলে যাবে। কোন প্রাকৃতিক সম্পদ বেসরকারি হাতে দেওয়া যায় না। প্রকৃতি ধ্বংস হবে। মানুষের জীবন জীবিকা ধ্বংস হবে। সরকারটা দেউলিয়া হয়ে গেছে। এই সরকার জনগনের জন্য কাজ করছে না। কর্পোরেটকে সুবিধা পাইয়ে দিচ্ছে। সরকারেরই বেসরকারিকরন হয়ে গেছে। দেশে আর্থিক বিপর্যয় নেমে এসেছে। কে বলেছিল দুটো বিলাসবহুল বিমান বিদেশ থেকে কিনে আনতে? কে বলেছিল সেন্ট্রাল ভিস্তা তৈরী করতে? জনগনের কাছে আবেদন প্রতিবাদে সামিল হন। গণ আন্দোলন সংগঠিত করুন।” মন্তব্য করলেন তৃণমূল সংসদ সুখেন্দুশেখর রায়

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট