উড বার্ন ওয়ার্ড এর ১০৩ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। মস্তিষ্কে দিমেন্সিয়া ধরা পড়ে। এছাড়াও বেশ কিছু রোগে ভুগছিলেন তিনি। সাত সদস্যের মেডিকেল টিম গঠন করে চিকিৎসা শুরু হয়েছে হসপিটাল সূত্রের খবর গৌতম গাঙ্গুলী তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হলো মুকুল রায় ।
Auto Amazon Links: No products found.