আজ আগরতলা কৃষ্ণনগরস্থিত দশরথ দেব ভবনে তৃণমূল কংগ্রেসের এক বৈঠক এবং যোগদান সভার আয়োজন করার হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল নেত্রী সুস্মিতা দেব,সুজাতা মন্ডল,পারমিতা সেন সহ অন্যান্যরা। এদিন ত্রিপুরার কয়েক শতাধিক ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের সবাইকে দলে বরণ করে নেয় তৃণমূলের নেতৃত্বরা। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে, আগামী ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার গঠিত হবে। এবং বিজেপি সরকারকে কড়া ভাষায় তিনি হুঁশিয়ার দিলেন।
Auto Amazon Links: No products found.