ওনম-এ মাতল নিভা পার্ক ফেজ-টু


শনিবার,০৪/০৯/২০২১
687

ওনম কেরলের সবচেয়ে বড় উৎসব। সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এটি। এটি একটি ফসল উৎসব যা মালায়লম ক্যালেন্ডারে নতুন বছর শুরু করে। বাঙালির দুর্গাপুজোর মতই এই উৎসব ঘিরে কেরলবাসী উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন। শুধু কেরল নয়, দেশের যে প্রান্তেই কেরলিয়ানদের বসবাস সেখানেই এই ওনাম উৎসব নতুন প্রাণ জাগিয়ে তোলে। শুধু কেরলের নাগরিকরাই নন, অন্যান্য প্রদেশের মানুষও তাদের উৎসবে সামিল হন। একাত্ম হয়ে ওঠেন ওনম উৎসবে। সম্প্রতি কলকাতার নিভা পার্ক ফেজ টু’তে অনুষ্ঠিত হল ওনম উৎসব। উৎসবের উদ্বোধন করেন নিভা পার্ক ফেজ টু অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতা গাঙ্গুলি। সংগঠনের সম্পাদক দীপক রঙ্গনাথন সহ সংগঠনের সকল সদস্যদের ব্যাবস্থাপনায় অনুষ্ঠান হয়ে ওঠে আনন্দঘন। সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মন জয় করে নেয়। নৃত্যানুষ্ঠানে উঠে আসে কেরলের লোকসংস্কৃতি। এই অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছিল নিভাপার্ক ফেজ টু।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট