ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনের প্রচারে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র


বৃহস্পতিবার,০৯/০৯/২০২১
657

প্রথমেই ভবানীপুরে এসে গোল মন্দিরে পুজো দেন প্রথমে তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করেন তিনি। প্রথমেই তিনি বলেন নন্দীগ্রামের জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে। বিপুল সংখ্যক মার্জিনে তিনি জয় যুক্ত হবেন ।পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেও একহাত নেন। তিনি জানিয়েছেন দিলীপ ঘোষ লোকটি ভালো কিন্তু মাঝে মাঝে ভুলভাল বকে ফেলেন ।তার কারণ এদিন সকাল বেলা দিলীপ ঘোষ জানিয়েছিলেন নন্দীগ্রাম বা লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে নাম ঘোষণা করা হয়েছিল তার পরেও তারা হেরে গিয়েছিলেন।এবারও উপনির্বাচনে আগের থেকেই নাম ঘোষণা করা হয়েছে তাই ফলাফল কি হবে তা বোঝাই যাচ্ছে। সে প্রশ্নের উত্তরেই এদিন মদন মিত্র জানান দীলিপবাবু একই কথা বলেন তার প্রমাণ আগেই পাওয়া গেছে। তিনি বলেছিলেন বিজেপি বিপুল সংখ্যক ভোটে জিতবে কিন্তু তা রামরাম সত্য হয়ে গেছে। এই ভাবেই বিদ্রুপ করলেন বিজেপিকে মদন মিত্র। পাশাপাশি মদন মিত্র কে এদিন প্রশ্ন করা হয় তিনি কি আজকে একটু কম ঔজ্জ্বল্য বিহীন পোশাক পড়ে এসেছেন? তার কারণ দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বেশি সাজগোজ করতে বারণ করেছিলেন।

সেই প্রশ্নের উত্তরে মদন মিত্র জানিয়েছেন তিনি আজ যে পাঞ্জাবী পড়ে এসেছেন সেটি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পুজোয় উপহার দিয়েছেন এবং গায়ে যে উত্তরিয়টা দিয়েছেন তা গতকাল শান্তিনিকেতন সোনাঝুরি হাট থেকে তাকে উপহার সরুপ দেওয়া হয়েছে এবং তিনি মোটেও সাজগোজ করেন নি। তিনি জানিয়েছেন মানুষ মন থেকে রঙিন হলে তার সাজগোজের প্রয়োজন হয় না এবং তিনি প্রত্যেক দিনই ভবানীপুরে এসে পুজো দেন ।আজও তিনি পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করলেন। পাশাপাশি এদিন তাঁকে জিজ্ঞেস করা হয় উপ নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে তা নিয়ে তিনি কি বলতে চান। তবে সেই প্রশ্নের উত্তর তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে যান ।অন্যদিকে তাঁকে জিজ্ঞাসা করা হয় বিশ্বজিৎ সরকার নামে এক বিজেপি কর্মী জানিয়েছেন তিনি যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীতে দাঁড়ান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করবেন। এ প্রশ্নের উত্তরে সম্পূর্ণ হেসে উড়িয়ে দেন মদন মিত্র এবং তিনি বলেন কে এই ব্যক্তি ।10 কোটি মানুষের মধ্যে এত মানুষকে চেনা সম্ভব নয়। এই বলেই এদিন তিনি ভোট প্রচারে বের হন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট