গতকালের যে গভীর নিম্নচাপ তা আমাদের রাজ্য থেকে এখন অনেক দূরে মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে তার ফলে এই নিম্নচাপ এর ইম্প্যাক্ট অনেকটাই আমাদের রাজ্যের উপর কমে গেছে এবং মন সুন অক্ষ রেখা এই মুহূর্তে বালাসোর এর ওপর অবস্থান করছে এর ফলে ভারী বৃষ্টিপাতের একটা চান্স আছে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বর্ধমানে। নর্থ বেঙ্গল এর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কোন চান্স নেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা নেই এছাড়া ওয়েদার কাল থেকে ইমপ্রুভ করবে বলে জানালেন মন সুন সিজন এর ওয়েদার সার্কুলেশন হওয়ার চান্স রয়েছে 17- 18 তারিখ নাগাদ নর্থ বেঙ্গল এর ওপর তখন বৃষ্টিপাত বাড়ার একটা চান্স রয়েছে
Auto Amazon Links: No products found.