বিশ্বসেরার স্বীকৃতি আদায় করলো কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত করা হলো। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ। আর জি কর হাসপাতালকে এই সংবাদ মেল এর মাধ্যমে দেওয়া হয়েছে।জেনে রাখা দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর তরফে প্রায় ৩৫০টি সংস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টার একমাত্র নির্ভেজাল সরকারি হাসপাতাল। ২০১৮ সালে আর জি কর হাসপাতালে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি হয়। আগামী দিনে পয়জন বা বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার থেকে সহায়তা মিলবে বলে সূত্রের খবর।
Auto Amazon Links: No products found.