টলি নালা ও বোট টানেল জলস্তর বেড়ে যাওয়ার কারণে জল বেরোতে সমস্যা হচ্ছে। লোক গেট বন্ধ থাকায় জল বেরোতে সমস্যা হয়েছিল। কিন্তু একটু পুর 4 টা পর লক গেট খোলার ফলে জল বেরিয়ে যাবে বলে জানিয়েছেন তারক সিংহ। মোমিনপুর জল, বোট ক্যানেল হয়ে আসে সে কারণে সেখানে জল বার করা সম্ভব হচ্ছে না। সেখানে জল বেরোতে সময় লাগবে। জলের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। জল জমা কে কি ভাবে আরো কম করা যায়। সেই ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। ক্ষমতার বাইরে যদি বৃষ্টি হয় তাহলে জল বেরোতে সময় লাগবে। একটা রাজনৈতিক দল মিথ্যে প্রচার করছে। সাড়ে 13 বছর পর এই ধরনের বৃষ্টি পাত হয়েছে। বিরোধীদের চ্যালেঞ্জ করে প্রশাসক মন্ডলী সদস্য নিকাশি ব্যাবস্থা জানান যে যদি তারা প্রমাণ করতে পারেন যে জল জামার জন্য পুর সাভার গাফিলতি থাকে তাহলে আমি রাজনৈতিক থেকে সন্ন্যাস নিয়ে নেব। নিজের পদ থেকে পদত্যাগ করব। জল জমার কারণ 11:30 লক গেট বন্ধ ছিল। সেই কারণে জল জমা ছিল। 4টায় লক গেট খুললে জল বেরিয়ে যাবে বলে জানালেন তারক সিংহ।
76 টি পাম্পিং স্টেশন কাজ করছে এই মুহুর্তে কলকাতা জুড়ে। আমরা তো নিজেদের নেত্রী সভা তো বন্ধ করবো না। কিন্তু যে ভাবে বৃষ্টি হয়েছে তাতে জল জমেছে। তিনি ও তো একজন মানুষ। আমরা কি চাইব না যে আমাদের নেত্রীর সভা না হয়।
Auto Amazon Links: No products found.