দুর্গা পুজোর আগে সোনার দাম ফের কিছুটা বাড়লো। বুধবার কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৫০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ১৫০ টাকা। হলমার্কযুক্ত গহনা সোনাতে দাম বেড়েছে। সোনার দামে বৃদ্ধির ফলে রূপোর দাম বেড়েছে। জেনে রাখা দরকার গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারেও দাম বাড়ায় কলকাতায় দাম বেড়েছে রুপোর। বুধবার কলকাতায় রুপোর বাটের দাম প্রতি কেজি ৬০ হাজার ৪০০ টাকা। উৎসবের ও বিয়ের মরসুমে সোনার দাম বৃদ্ধিতে মধ্যবিওের কপালে ভাঁজ।
Auto Amazon Links: No products found.